সিলেটে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

সিলেট : সিলেটে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ মেলার শুরু হয়।

সিলেট ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড় প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে আধুনিক প্রযুক্তি ক্রয় করতে সরকার ৩০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে।’

সিলেটে যে সমস্ত অনাবাদি জমি আছে সেগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসলে বছরে ৮ থেকে ৯ মেট্রিক টন খাদ্য উদ্ধৃত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষিবিদ মো. ওহিদুজ্জামান, ড. মো. মাহমুদুল ইসলাম নজরুল, শফিকুজ্জামান, মো. জাহাঙ্গীর হোসেন, ডা. নুরুল ইসলাম, মো. সালাহ উদ্দিন প্রমূখ।