
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ১টার দিকে সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও জালালাবাদ কলেজের ছাত্র, ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফ (১৮)। আসিফ নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫-৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
অপর ছাত্রলীগ কর্মী আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানিয়েছেন আরেকজন প্রত্যক্ষদর্শী।
আহত ছাত্রলীগ কর্মীরা সিলেট মহানগর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি রাহাত তরফদার গ্রুপের কর্মী বলে জানা গেছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীদের পরিচয় শনাক্ত করা না গেলেও আহতরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।