নিজস্ব প্রতিবেদক : সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ রোডে আগামীকাল বৃহস্পতিবার সকালে হবে জঙ্গিবিরোধী সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ও অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সমাবেশ হয়। এর অংশ হিসেবে সিলেটে এম সি কলেজ রোডে আমানউল্লা কনভেনশন সেন্টারে আগামীকাল সকাল ১০টায় এ সমাবেশ হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘শিক্ষার পরিবেশ উন্নয়ন, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গণ’ শিরোনামের এ সমাবেশে সিলেট বিভাগের চার জেলার ১ হাজার ১০০ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।