সিলেটে ট্রাকচাপায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের মোহাম্মদপুর টিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকচাপায় তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

সিএনজি অটোরিকশা সিলেট থেকে যাত্রী নিয়ে বিয়ানীবাজার যাচ্ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন চক্রবর্তী জানান, দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।