নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক কিশোর নিহত হয়েছেন।
রোববার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে।
নিহতের নাম সাইফুল ইসলাম (১৬)। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মৃত শরীফুল ইসলামের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে ওসমানীনগর সাদিপুরের উত্তর কালনীচড় গ্রামের প্রাক্তন মেম্বার শওকত আলী ও আশারকান্দির দক্ষিণ কালনীচর গ্রামের মেম্বার সদরুল ইসলামের ভাই বাহার উদ্দিনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ সকালে উভয় গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইট-পাথরের আঘাতে সাইফুল ইসলাম নিহত হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল চৌধুরী সংঘর্ষে কিশোর সাইফুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৯ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১০ ফেব্রুয়ারি যাচাই বাছাই এবং ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ধার্য ছিল।