সিলেটে পৌঁছে হজরত শাহজালাল এর মাজার জিয়ারত করেছেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : এর আগে সোমবার সকাল ৯টা ১৬ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজে পৌঁছান বিএনপি নেত্রী। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ থেকে শাহজালাল (র.) এর মাজারে পৌঁছান তিনি। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর হজরত শাহ পরান (র.) এর মাজারও জিয়ারত করবেন তিনি। মাজার জিয়ারত শেষে রাতেই ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

এদিকে বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরকে কেন্দ্র করে তাকে অভ্যর্থনা জানাতে নগরীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন। বিভিন্ন ধরনের স্লোগানের পাশপাশি হাতে প্ল্যাকার্ড ব্যানারও নিয়ে আসেন তারা।

যাত্রাপথে নারায়ণগঞ্জ, নরসিংদীর রূপগঞ্জের গাওসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নবীগঞ্জ, উসমানী নগর ও বালাগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিলেট যাত্রাপথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেতা-কর্মীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। অভ্যর্থনা জানাতে এসে তারা পুলিশের হাতে আটক হয়েছেন অনেকে।

এর মধ্যে বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সানাউল্লাহ মিয়াকে ছেড়ে দেওয়া হয়।