সিলেটে মহাসড়কে একটি বাসের ধাক্কায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহণের একটি বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় পারভেজ আহমদ (২১) নিহত হয়। তিনি ওই এলাকার সৈয়দ রানা আহমদের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারভেজ সিলেট শহর থেকে মোটসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ৪১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।