নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবির সংগ্রাম ক্যাম্পের কাছে মাটিচাপায় দুই পাথর শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিস আলীর ছেলে কামরুজ্জামান ও জিয়াদুর রহমানের ছেলে তাজ উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় হারুন মিয়া নামক এক ব্যক্তির মালিকানাধীন কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন করছিলেন কামরুজ্জামান ও তাজ উদ্দিনসহ কয়েকজন। কাজ করার সময় হঠাৎ উপর থেকে মাটিচাপায় কামরুজ্জামান ও তাজ ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আবদুর রশিদ নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।