সিলেটে মাদক বিরোধী অভিযানে  ইয়াবাসহ পুলিশের হাতে নারী আটক

আদনান চৌধুরী : সিলেট:(১৫সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম নামের এক নারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ

গ্রেফতারকৃত নারী কল্পনা বেগম (৪৬) জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।

পুলিশ সুত্রে জানা যায় (১৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুর বেলা বিশ্বনাথ পৌর এলাকার দূর্ঘ্যাকাপন গামী রাস্তার দত্তা নামক স্থান থেকে ঐ মাদক চোরাকারবারি নারীকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ । এসময় তার কাছ থেকে পুলিশ  ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ ৩৪ হাজার টাকা।

গ্রেফতারকৃত  আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানা পুলিশ কর্তৃক   প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ  করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।