সিলেটে হত্যা মামলার আসামিকে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে হত্যা মামলার আসামিকে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবাল সকাল ১০টার দিকে কবির আহমদ নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

কবির আহমদ সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মিসবাহ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বলদী গ্রামে।

সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, ঘটনার পর থেকেই কবির পলাতক ছিলেন। সিলেট পুলিশের একটি টিম ঢাকার শাহবাগ থেকে বৃহস্পতিবার সকালে কবিরকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর রাতে জিন্দাবাজারে মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার মা নাজমা বেগম বাদী হয়ে কবিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।