ডেক্স নিউজ : সরকার ১৩৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সিলেটে হাইটেক পার্ক নির্মাণ করবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রকল্পটির প্রাথমিক অবকাঠামো নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।
এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভাগীয় এবং জেলা পর্যায়ে হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধরাবাহিকতায় সিলেট বিভাগে হাইটেক পার্ক প্রতিষ্ঠার জন্য ‘হাইটেক পার্ক, সিলেট (সিলেট ইলেক্ট্রনিক্স সিটি)-এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি চলতি বছর ৮ মার্চে একনেক সভায় অনুমোদিত হয়। হাইটেক পার্কটি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ১৬২ দশমিক ৮৩ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হবে।
সূত্র জানায়, প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে ১৮৭ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, অ্যাপ্রোচ রোড, প্রশাসনিক ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন এবং ফাইবার অপটিক সংযোগ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পের জন্য বন্দোবস্তপ্রাপ্ত জমিতে পিপিপি মডেলে হাইটেক পার্ক গড়ে তোলা হবে। ইতোমধ্যে বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেখানে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র জানায়, প্রকল্পে মাটি ভরাট, বাঁধ, রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ, অন্যান্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ করে যথাসম্ভব শীঘ্রই বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। এ পার্কের ভূমি উন্নয়ন ও অন্যান্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করে পার্কটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ কাজে পারদর্শী কোনো প্রতিষ্ঠানকে ভূমি উন্নয়ন ও ভূমি উন্নয়নসংশ্লিষ্ট কাজ বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা যুক্তিযুক্ত হবে বলে সংশ্লিষ্ট বিভাগ মনে করে।
সূত্র জানায়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন প্রকল্প বাস্তবায়ন কমিটির বৈঠকে সুপারিশ অনুযায়ী প্রকল্পের ক্রয়কারী কার্যালয়ের প্রধান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এই প্রকল্পের বিভিন্ন কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির বৈঠকে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করার জন্য প্রকল্প পরিচালক উদ্যোগ নেন।
সূত্র জানায়, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) প্রকাশ করা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসের বিধি অনুযায়ী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড আইনগত এবং আর্থিকভাবে সচ্ছল একটি সংস্থা। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাণিজ্যিক আইন অনুযায়ী পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয়। সার্বিক বিবেচনায় কাজটি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের জন্য পিপিআর ২০০৮-এর বিধি ৭৫(৩) অনুযায়ী কাজের মূল্যসম্বলিত প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ জানানো হয়।
শুরুতে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড প্রকল্পের জন্য মোট ১৬৮ কোটি ৫৮ লাখ টাকার দরপ্রস্তাব দাখিল করে। পরবর্তী সময়ে দরপত্র মূল্যায়ন/নেগোশিয়েশনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সংস্থাটির সঙ্গে আলোচনা করে ১৩৩ কোটি ১৯ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করে। এরই পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। কমিটি অনুমোদন দেওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে চুক্তি হবে বলে সূত্র জানিয়েছে।