নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১৫টি শেলো মেশিন ধ্বংস করেছে ট্রাস্কফোর্স।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে পরিবেশের বিপর্যয়কারী এসব মেশিন ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন- সিলেট জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশরাফ আহমেদ রাসেল, ৫ বিজিবির শ্রীপুর কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার, জৈন্তাপুর থানার এসআই প্রভাকর, এসআই রুমেন আহমদসহ বিজিবি ও পুলিশের এক দল সদস্য।
আশরাফ আহমেদ রাসেল বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে শ্রীপুর পাথর কোয়ারিতে অভিযান চালানো হয়েছে। পরিবেশের হুমকিস্বরূপ শেলো মেশিন ব্যবহার করা হলে অভিযান অব্যাহত থাকবে।