সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ৭ নবজাতকের জন্ম

জেলা ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ধারাবাহিকভাবে নরমাল ডেলিভারিতে সাতজন নবজাতক জন্মগ্রহণ করেছে। নবজাতকের মধ্যে দুজন ছেলে পাঁচজন কন্যাসন্তান রয়েছে। প্রত্যেক নবজাতক ও তার মা বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে।

সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ বৃহস্পতিবার দৈনিক যুগান্তরকে জানান, সরকারের এসডিজি অর্জনের লক্ষ্যে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার কমানোর যে লক্ষ্যমাত্রা তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুণ্ড। এর অংশ হিসেবে গত জানুয়ারি মাসে ২৪ ঘণ্টায় ১৯টি ডেলিভারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

এই কার্যক্রমে যারা অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. ফারজানা আফরিন, সিনিয়র স্টাফ নার্স মেহেরুন নেসা, সুমিত্রা চক্রবর্তী, নার্সিং সুপারভাইজার সুষমা রানী ও নার্সিং ইনচার্জ আফসার উদ্দিন।