
কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীর মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
সোমবার সকালে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। টেকনাফের জেলেরা রোহিঙ্গা এক নারীকে উদ্ধার করেছে।
বিজিবির টেকনাফ-২-এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির খবর পেয়েছি। এ ঘটনায় টেকনাফের জেলেরা এক নারীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ওই নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল।