সীমান্ত থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত এক রোহিঙ্গা দম্পতির লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত এক রোহিঙ্গা দম্পতির লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ছাড়া টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে আরো দুই রোহিঙ্গা নারীর লাশ।

শনিবার রাতে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট ও মধ্যরাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জলপাইতলী এলাকার জিরো পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে লাশগুলো উদ্ধার হয়।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান। তবে তিনি নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট থেকে উদ্ধারকৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা পালিয়ে আসা রোহিঙ্গা তা নিশ্চিত করেছেন।

ঘুমধুম সীমান্তের জলপাইতলী এলাকার জিরো পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে উদ্ধারকৃত গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার মংডু থানার ঢেঁকিবুনিয়া এলাকার বাসিন্দা মো. জাফরুল্লাহ ও তার স্ত্রী আয়েশা বেগম।

এর আগে গত বুধবার ৪ জন, বৃহস্পতিবার ১৯ জন এবং শুক্রবার ২৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছিল। এ ছাড়া শনিবার সকালে নাফ নদীর টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে এবং রাতে হোয়াইক্যং পয়েন্ট আরো দুটি লাশ উদ্ধার করা হয়।এ নিয়ে গত চারদিনে ৫৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হল।

বিজিবির কর্মকর্তা মঞ্জুরুল বলেন, শনিবার মধ্যরাতের দিকে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তরে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সেখানে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।লাশ দুটি সীমান্তের জলপাইতলীতে রয়েছে বলে জানান তিনি।

মিয়ানমারের ঢেঁকিবুনিয়া এলাকা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আবুল হোসেন বলেন, গত দুদিন আগে পালিয়ে ঘুমধুম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন জাফরুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসার সময় ফেলে আসেন তাদের সহায় সম্পদ।

তিনি বলেন, শনিবার তারা ফেলে আসা সহায়-সম্পদ নিয়ে আসতে ঘুমধুমের জলপাইতলী সীমান্ত দিয়ে মিয়ানমার যান। তারা ঢেঁকিবুনিয়ায় পৌঁছার পর মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ গুলি করে। এতে গুলিবিদ্ধ অবস্থায় স্বামী-স্ত্রী দুজনে পুনরায় বাংলাদেশের দিকে রওনা দেন। এক পর্যায়ে ঘুমধুমের জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় মিয়ানমার অভ্যন্তরে তাদের মৃত্যু হয়েছে।