সীমাহীন দুর্ভোগে দুইপা’ই তাদের ভরসা!

পোশাক কারখানা খোলার ঘোষণায় সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে বিভিন্ন রুটে রাজধানী ঢাকার পথে ছুটছেন শ্রমিকরা। চরম এই দুর্ভোগে দুইপা’ই ভুক্তভোগীরা ভরসা।

সারা দেশ থেকে রাজধানীমুখী শ্রমিকদের ঢল নেমেছে পোশাক কারখানা খোলার ঘোষণায়। যানবাহন না থাকায় পায়ে হেঁটেই রওয়ানা হয়েছেন তারা। দুর্ভোগের কথা জানান ভুক্তভোগীরা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ভিড় বাড়তে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস টার্মিনাল এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে।

কোনো যানবাহন না থাকায় রাজধানী পর্যন্ত এতে দূরের পথ কীভাবে তারা পৌঁছাবে এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচালরত পণ্যবাহী ট্রাক যেতে বাধা দেন তারা। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পণ্যবাহী ট্রাকের চলাচল ব্যবস্থা করেন।

এ সময় পোশাক শ্রমিকরা জানান, সরকার পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে আমরা এতদূরের পথ কীভাবে যাব? লকডাউন উপেক্ষা করে আমাদের রাজধানীমুখী হতে হচ্ছে। কোনো যানবাহন না থাকায় দারুণ বিপাকে পড়ার কথা জানান তারা। সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়টি সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা।

এদিকে ১৪ দিনের লকডাউন শেষ হওয়ার আগেই গার্মেন্টস খুলে দেয়ার খবরে নেত্রকোনায় ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পায়ে হেঁটেই রওনা দিয়েছেন তারা।

এমন অবস্থায় চাকরি বাঁচাতে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন তারা। এদিকে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয়রা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষের ঢল নেমেছে। গাদাগাদি আর ভাইরাসের অভয়াশ্রম তৈরি করেই ঘাট পার হচ্ছেন তারা। ঘাটে যানবাহন সংকটে সীমাহীন দুভোর্গ ও অতিরিক্ত ভাড় দিয়ে রাজধানীতে ফিরছেন তারা।

শনিবার ভোর থেকে দৌলতদিয়া থেকে আসা ফেরিগুলোতে তিল ধারনের জায়গা ছিল না। ‍শুধু মানুষ আর মানুষ। ফেরি ঘাটে ভিড়তেই জনস্রোতে দেখা গেছে। গণ-পরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছে চেষ্টা করছে কর্মস্থলে ফিরতে। রোববার (১ আগস্ট) পোশাক কারখানা খোলার ঘোষণায় বাধ্য হয়েই ফিরছেন তারা।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। সব শিল্পকারখানা খোলার ঘোষণায় পরেই শুক্রবার রাত থেকে মহাসড়কে ঢাকামুখী মানুষের বাড়তে থাকে। শনিবার সকাল থেকে এ ভিড় আরো বেড়ে যায়। সকাল থেকে পণ্যবাহী ট্রাক, পিক আপ ভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে যে যেভাবে পারছেন ছুটছে ঢাকায়। শিল্প প্রতিষ্ঠান খোলায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই ফিরছেন তারা।

সিরাজগঞ্জের কড্ডার মোড়, হাটিকুমরুল গোল চত্বরে পরিবহনের অপেক্ষায় ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে এসব পরিবহনে যাত্রীদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি করে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন তারা।

এছাড়াও সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। ফলে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে। করোনা মহামারির কারণে চলাচলে বিধিনিষেধ থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের চাপ বেড়েছে ফেরিগুলোয়।