সুইজারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে আট ব্যক্তি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে আট ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার এ ঘটনার পর বন্দো এলাকা থেকে প্রায় ১০০ লোককে সরিয়ে আনা হয়েছে।

গ্রাউবুয়েনদেন রাজ্যের পুলিশ জানিয়েছে, বন্দো গ্রামটির ভেতরে পাথর গড়িয়ে প্রবেশ করেছে। এ ঘটনায় গ্রামের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দাস্কা উপত্যকা থেকে আটজন নিখোঁজ হয়েছে। তবে এখনো পুলিশের পক্ষে ওই এলাকায় পৌঁছান সম্ভব হয়নি। নিখোঁজ এসব ব্যক্তি জার্মানী, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিক। এদের মধ্যে ছয়জনের স্বজন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন।

ইতালি সীমান্তের কাছের ওই এলাকাটিতে নিখোঁজদের সন্ধানে সুইজারল্যান্ড সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কাজ করছে।