সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সংঘর্ষে নিহত ৭

সুদানে অন্তর্বর্তী সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। সুদানের রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন দেশটির শত শত মানুষ। বিক্ষোভে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন ৭ জন। আহত হয়েছেন প্রায় ২শ’ জন।

চরম রাজনৈতিক সংকটে থাকা সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে রাজপথে নেমেছেন সুদানের গণতন্ত্রকামী জনগণ। সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।

এর পরপরই বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। এতে বেশ কয়েকজন হতাহত হন।

অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এমনকি বন্ধ করে দেয়া হয়েছে রাজধানী খার্তুম বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট। দেশটিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে রাজধানীসহ বিভিন্ন শহরে।

তবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচন হবে বলে জানান তিনি।