সুনামগঞ্জে মারা যাওয়া ব্যাক্তি করোনায় আক্রান্ত নন

জেলা প্রতিবেদকঃ সুনামগঞ্জে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১ এপ্রিল) রাতে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন শাসম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার (৩০ মার্চ) সুনামগঞ্জ পৌর শহরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে স্ত্রী মারা যাওয়ায় ও তার স্বামীরও জ্বর, কাশি থাকায় ওই দিনই সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য ভর্তি করা হয়। এর কারণে শহীদ শামসুদ্দীন হাসপাতালে আইইডিসিআরে সদস্যরা তার শরীরের নমুনা আইইডিসিআরে পাঠালে তার ফলাফল নেগেটিভ আসে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জ্বর-কাশিজনিত কারণে সোমবার শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হলে আইইডিসিআর কর্তৃক করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এ সময় তিনি গুজবে কান না দিয়ে ধৈর্য সহকারে সরকারি নির্দেশনা পালন করার জন্য অনুরোধ করেন।