
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত হয়েছেন।
বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী বাদামতলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ২২৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
নিহতরা হলেন- বনদস্যু শামসু বাহিনীর সদস্য আল আমিন (৩৫) ও হোসেন মোল্লা (৩০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৮-এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বলেন, ‘সকালে র্যাবের একটি দল সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই বনদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়।’
নিহত আল আমিন ও হোসেন মোল্লা বনদস্যু শামসু বাহিনীর সদস্য বলে স্থানীয় জেলেরা শনাক্ত করেছে।