সুন্দরবন থেকে তিন জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবন থেকে তিন জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার ভোরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তাফিজ ওরফে সানা (৩৮), সোলাইমান মোড়ল (২৮) ও মাসুম বিল্লাহ (৩৬)।

র‌্যাব-৬ এর- এএসপি মো. বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি খাল এলাকায় অভিযান চালিয়ে তিন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনালা বন্দুক, একটি পাইপগান ও ৪৩ রাউন্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।