সুযোগ তো অবশ্যই, প্রতিটি সিরিজেই নতুন নতুন সুযোগ থাকে ভালো কিছু করার জন্য

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন কুমার সাঙ্গাকারা। দলে ছিলেন মাহেলা জয়াবর্ধনেও। দুই লঙ্কান গ্রেটই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও। এমন সুযোগ কাজে লাগাতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। নিজেদের সেরাটা দিয়ে খেললে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয় সম্ভব বলে মনে করেন তিনি।

রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সুযোগ তো অবশ্যই, প্রতিটি সিরিজেই নতুন নতুন সুযোগ থাকে ভালো কিছু করার জন্য। ওদের দলে অনেক দিন ধরে ভালো খেলেছেন, এমন কয়েকজন নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও নেই। তারপরও আমি মনে করি, আমাদের ভুললে চলবে না যে, এটা তাদেরই দেশে খেলা। তারা যদিও চাপে থাকবে, কারণ তারাও জানে যে, বাংলাদেশ অনেক দিন ধরেই ভালো ক্রিকেট খেলছে। সব দিক বিবেচনা করে বলব যে, অবশ্যই সুযোগ আছে।’

সুযোগটা কাজে লাগাতে নিজেদের সেরাটা খেলার যে বিকল্প নেই, সেটাও মনে করিয়ে দিলেন মুশফিক, ‘সব কিছু নির্ভর করছে, আমরা কতটা সেরা ক্রিকেট খেলতে পারব, সেটার ওপর। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে আমাদের পক্ষেই ফল আসবে। আমাদের কোচিং স্টাফদের মাধ্যমে কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। সেটাও হয়তো কাজে দিবে।’

শ্রীলঙ্কায় বাংলাদেশ জয়ের জন্যই খেলবে বলে জানালেন অধিনায়ক, ‘আপনি যখনই ক্রিকেট ম্যাচ খেলেন না কেন, সেটা তো জয়ের জন্যই খেলতে হবে। কিন্তু, আমি যেটা বললাম, টেস্টে এখনো আমরা কোনো দলকে বলেকয়ে হারিয়ে দেওয়ার মতো জায়গায় নেই। গত কয়েকটি সিরিজের কথা বলব, ইংল্যান্ডের বিপক্ষে আমরা খুব কাছে গিয়ে একটা ম্যাচ হেরেছি। এরপর নিউজিল্যান্ডেও আমরা একটা টেস্টে ‘নেক এন্ড নেক’ লড়াই করেছি, ম্যাচে থেকেছি। ভারতের বিপক্ষে, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে চারদিন পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, টেস্টে আমরা এখনো একটু অনভিজ্ঞ। পরবর্তীতে এ ধরনের পরিস্থিতি এলে, আমরা আরো ভালো করে নিয়ন্ত্রণ করতে পারব।’

‘আমরা যত ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারব, তত ভালো শিখতে পারব। আর টেস্ট জিততে হলে আমাদের তিন দিন নয়, বরং পাঁচদিন ভালো খেলতে হবে। সেটার জন্য আমরা নানাভাবে চেষ্টা করছি। আশা করছি এটা হবে। আমাদের সামর্থ্য আছে, তবে মাঠে তা প্রয়োগ করতে হবে। আমরা নিজেদের নিয়েই বেশি চিন্তা করছি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার ক্ষমতা আমাদের আছে’- বলেন মুশফিক।