সুরঞ্জিতের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত (৭১) আর নেই। রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবর পেয়ে সকালে ল্যাবএইড হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি জানান, আজ দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে মরদেহ।বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা শেষ শ্রদ্ধা জানাবেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সোমবার সকাল ১০টায় তার মরদেহ ঢাকা থেকে নেওয়া হবে সিলেটে। পরে বেলা ১টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা শাল্লায় নেওয়া হবে মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। পরে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।