নিজস্ব প্রতিবেদক : প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, ‘তার মতো অভিজ্ঞ, সৎ ও নিষ্ঠাবান নেতা বিরল। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বহুকালের। আমি তাকে মহৎ প্রাণের মানুষ হিসেবে জানতাম। রাজনৈতিক সঙ্কটে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন। মানুষের মাঝে আস্থা তৈরি করতেন। এরকম একজন পার্লামেন্টারি রাজনীতির বর্ষীয়ান নেতা চলে যাওয়া আমি শোকাহত ও মর্মাহত। আমি তার আত্মার শান্তি কামনা করি।’
প্রসঙ্গত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোকগমন করেন।