
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৬ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রকাশ করে। এই কর্মপরিকল্পনায় সাতটি বিশেষ বিষয়ের ওপর কার্যক্রম নেওয়ার পরিকল্পনা করে এবং এর মধ্যে অন্যতম বিষয় ছিল সংলাপ। ২৩ জুলাই চিঠি জারি করার ২ দিনের মধ্যে ৫৯ জন প্রতিনিধির হাতে চিঠি পৌঁছায়।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গতকাল পর্যন্ত এই ৫৯ জন সুশীল সমাজের প্রতিনিধির মধ্যে সংলাপে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন ২২ জন। অসুস্থতা ও অন্যান্য কারণে আসতে পারবেন না ১১ জন। বাকিরা আসবেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত নয়।
ইসি সংলাপের জন্য যে ৫৯ জনকে অমন্ত্রণ জানিয়েছিল তারা হলেন- প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, এম হাফিজ উদ্দিন খান, ড. আকবর আলি খান, অ্যাডভোকেট সুলতানা কামাল, বেগম রাশেদা কে চৌধুরী, মির্জা আজিজুল ইসলাম, বেগম রোকেয়া এ রহমান ও ড. হোসেন জিল্লুর রহমান।
শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম, ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. অজয় রায়, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, আসিফ নজরুল, অধ্যাপক তাসনিম সিদ্দিকী, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক মাহবুবা নাসরীন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রফেসর সলিমুল্লাহ খান ও তারেক শামসুর রেহমান। এ ছাড়া সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ্, বাংলাদেশে ইনডিজিনিয়াস পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, বেসরকারি সংস্থা সেড-এর নির্বাহী পরিচালক ফিলিপ গায়েন, ব্রতীর প্রধান নির্বাহী বেগম শারমিন মুরশীদ, বিএলআইএর পরিচালক ওয়ালিউর রহমান, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশি কবির, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির, গভর্ননেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, বিএসএসের চেয়ারম্যান রাহাত খান, ইত্তেফাকের সম্পাদক তাসমীমা হোসেন, জনকণ্ঠের সম্পাদক তোরাব খান ও প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
আইন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি গোলাম রব্বানী, ব্যারিস্টার রফিক-উল হক ও ড. শাহদীন মালিক। প্রাক্তন সচিবদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ড. সা’দত হোসেন, প্রাক্তন সচিব মহিউদ্দীন আহমদ, আব্দুল লতিফ মন্ডল, এএইচএম আবুল কাশেম, প্রাক্তন রাষ্ট্রদূত মো. গোলাম হোসেন, মুহাম্মদ আবুল কাশেম। প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল আজিজ ও মেজর (অব.) এসএম শামসুল আরেফিন।
এস এম আসাদুজ্জামান জানান, ২২ জন সংলাপে আসার খবর নিশ্চিত করেছেন। তারা হলেন অধ্যাপক দিলারা চৌধুরী, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, নিজেরা করির এক্সিকিউটিভ ডিরেক্টর খুশি কবির, আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন, প্রাকত্তন সচিব আব্দুল লতিফ মণ্ডল, অধ্যাপক সলিমুল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রাক্তন ড. মোহম্মদ ফরাস উদ্দিন, পিএসসির প্রাক্তন চেয়ারম্যান ড. সাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমান, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, মুভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সাইফুল হক, প্রাক্তন পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, সেডের নির্বাহী পরিচালক মি. ফিলিপ গায়েন, ব্রতির সিইও বেগম শারমীন মুরশীদ ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
এ ছাড়া অসুস্থতা ও অন্যান্য কারণে সংলাপে আসতে পারবেন না ১১ জন। তারা হলেন-মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ব্যারিস্টার রফিক-উল হক, রোকেয়া এ রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাফিজ, সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন্সের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এইচ এম কাশেম, ড. কাজী খলীকুজ্জামান, প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও বিচারপতি গোলাম রব্বানী।
তিনি আরো জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্যান্য নির্বাচন কমিশনার, সচিব ও ইসির অন্যান্য কর্মকর্তারা সুশীল সমাজের সঙ্গে বেলা ১১ টায় সংলাপে বসবেন। শেষ হওয়ার কথা রয়েছে দুপুর আড়াই টায়। পরে বিকেল ৪ টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।