
নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিমানের অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ।
শনিবার বিকেলে রাজধানীর কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এ দাবি জানান সংগঠনের নেতারা। সম্প্রতি বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এস এ মালেক। বক্তব্য রাখেন মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, আব্দুল মতিন ভূইয়া, মো. শহিদুল্লাহ, অ্যাডভোকেট আবদুস সালাম, আলাউদ্দিন, আমিনুল বাহার প্রমুখ।