সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচন দিন-গনতন্ত্র রক্ষা করুন বিএনপি হায়দার আলী

নালিতাবাড়ী থেকে মাহফুজুর রহমান সোহাগঃ
সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচন দিন-গনতন্ত্র রক্ষা করুন। যে যে দলই করুন কেন দেশের আপামোর জনসাধারন কে ভাল রাখতে এবং দেশে সন্ত্রাস নৈরাজ্য, নারী নির্যাতন বন্ধে এবং সবসেক্টরে দেশের জন্য মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার এম হায়দার আলী আজ শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা (হ্য়াদার আলী সর্মথিত) বিএনপির আয়োজনে এক সংর্বন্ধনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির কার্যালয়ে উসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু তাহের, সম্পাদক শরাফত আলী খান, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, প্রভাষক আবদুল্লাহ, অনিক সোহাগ, রিফাতসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

ছবিতেঃ নালিতাবাড়ীতে সংর্বন্ধনা সভায় প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার এম হায়দার আলী ও অন্যান্য নেতৃবৃন্দ।