
ক্রীড়া ডেস্ক : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সফরকারী ভারতের বিপক্ষে গল টেস্ট খেলতে পারেননি শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। সুস্থ হয়ে কলম্বো টেস্টে ফিরছেন লঙ্কান অধিনায়ক।
দিনেশ চান্দিমালের সুস্থ হওয়ার দিনে দুঃসংবাদ শুনিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আঙুলে চোট পাওয়া স্পিনার রঙ্গনা হেরাথকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে তাকে নাও দেখা যেতে পারে।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার ও নির্বাচক আসাঙ্কা গুরুসিনহা বলেছেন,‘দিনেশ ফিট হয়ে যাবে। রোববার সকালে সে খেলেছে এবং কয়েকদিন ধরেই ব্যাটিং করছে।’
দিনেশ চান্দিমাল ফেরায় কলম্বো টেস্টে বাদ পড়বেন দানুশকা গুনাথিলাকা। গল টেস্টেই তার অভিষেক হয়েছিল। চান্দিমাল ব্যাটিং করবেন চার নম্বর পজিশনে। তিনে চলে আসবেন কুশল মেন্ডিস। তবে দানুশকা একাদশে থাকতেও পারেন। প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই ইনজুরিতে পড়েন আসেলা গুনারত্নে। তার জায়গায় দানুশকাকে খেলানো হতে পারে। অবশ্য আসাঙ্কা গুরুসিনহা নিশ্চিত করে কিছু বলেননি। তার ভাষ্য, ‘আমাদের ধনঞ্জয়া ডি সিলভা রয়েছে। দানুশকাও আছে। স্কোয়াড এবং অন্যান্য দিকগুলো বিবেচনা করে দ্বিতীয় টেস্টের একাদশ নির্বাচন করতে হবে। ছয় নাকি সাত ব্যাটসম্যান নিয়ে খেলব সেটা উইকেট দেখে সিদ্ধান্ত নিব।’
অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথকে নিয়ে গুরুসিনহা বলেছেন,‘আগামী দুদিন ক্যাম্পে কতটুকু সুস্থ হতে পারে সেটা আমরা দেখব। তবে তার আঙুলে ক্ষত রয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করব। আশা করছি সে ফিট হয়ে যাবে। টেস্টের আগের দিন দেখব যে, সে বল ঘুরাতে পারছে কী না। ব্যাথা ছাড়া যদি বল করতে পারে তাহলে সে খেলবে। অন্যথায় আমাদের ভিন্ন চিন্তা করতে হবে।’