সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন কলেজছাত্রী খাদিজা

সাভার প্রতিনিধি : সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস।

শুক্রবার সকাল ১০টার দিকে সাভার সিআরপি থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি। সিআরপির একটি অ্যাম্বুলেন্সে প্রথমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান খাদিজা। এ সময় তার বড় ভাই শাহীন আহমেদ এবং এক খালা সঙ্গে ছিলেন।

শুক্র ও শনিবার বাড়িতেই থাকবেন খাদিজা। রোববার সকালে সিলেটের একটি আদালতে প্রথমবারের মত সাক্ষ্য দেবেন খাদিজা।

খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, ‘অনেকটাই হাসি খুশি মনে বাড়িতে ফিরেছে খাদিজা। আসার সময় সিআরপির সকল স্টাফের কাছ থেকে বিদায় নিয়েছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

বাড়ি ফেরা নিয়ে খাদিজার অনুভূতি জানতে চাইলে শাহীন আহমেদ বলেন, খাদিজা বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য যোগযোগ করতে পারিনি। তবে প্রধানমন্ত্রী খাদিজার চিকিৎসা এবং দ্বিতীয় জীবন দানে অনেক বড় ভূমিকা রেখেছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ঋণী।’

প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারে সিআরপিতে নেওয়া হয়।