
ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে সবশেষ ম্যাচে সুয়ারেজের জোড়া গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগে শিরোপা প্রত্যাশী রিয়ালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কাতালান ক্লাবটি।
লা লিগা শিরোপার জন্য রিয়ালের উপর বার্সার এমন চাপ অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন দলটির তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ।
এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শেষে সুয়ারেজ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অবশ্যই জিততে হবে এবং তাদের (রিয়াল) উপর চাপ অব্যাহত রাখতে হবে। এস্পানিওল তাদের ডিফেন্স শক্ত রেখে খেলার চেষ্টা করেছিল। তবে আমরা তাতে ফাটল ধরাতে সক্ষম হয়েছি। আমাদের আগ্রহ এবং আকাঙ্খা এখনও অনেক উঁচুতে রয়েছে।’
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধেই তিনটি গোল পেয়েছে বার্সা। এ তিন গোলের দুটিই এসেছে সুয়ারেজের কাছ থেকে। গোলের জন্য সাহায্য করায় সতীর্থদের প্রশংসা করেছেন লিভারপুলের প্রাক্তন এ তারকা। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন তিনি।
এবার লিগে ৩২ ম্যাচে ২৬ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সুয়ারেজ। অপরদিকে ৩৩ গোল নিয়ে প্রথম অবস্থানে রয়েছেন লিওনেল মেসি।২০ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।