সূচক ও লেনদেনে পতন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ দিন শুরু থেকে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়।

রোববার সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এ দিন লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসইতে ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮১ কোটি ৩২ টাকা কম লেনদেন। লেনদেনে অংশ নেওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৫ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।