
ক্রীড়া ডেস্ক : কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার জন্য কাতারে মেডিক্যাল পরীক্ষা দেবেন নেইমার। তবে কাতারে নয়, আনুষ্ঠানিকভাবে বার্সার অনুমতি আর সতীর্থদের সঙ্গে বিদায়ের পর পোর্তোয় মেডিক্যাল পরীক্ষার জন্য হাজির হয়েছেন নেইমার।
ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল নাটকের সমাপ্তি ঘটতে যাচ্ছে। বার্সা ছেড়ে রেকর্ড টান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়ার সব প্রক্রিয়াই ধাপে ধাপে শেষ করে এনেছেন নেইমার। বুধবার বার্সা সতীর্থদের সঙ্গে বিদায় নেওয়ার পর ব্যক্তিগত জেট বিমানে চড়ে পোর্তোতে উড়ে যান তিনি। সেখানে মেডিক্যাল পরীক্ষা শেষে শুক্রবার প্যারিসে যাবেন ব্রাজিলিয়ান এ সেনসেশন।
২০১৩ সালে সান্তোস থেকে আসা নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে মোট ১০৫টি গোল করেছেন। ২৪ বারের লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে গত অক্টোবরে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন তিনি। বার্সার আক্রমণে মেসি ও সুয়ারেজের সঙ্গে মিলে হয়ে ওঠেছিলেন সময়ের অন্যতম সেরা ত্রয়ী।
কাতালান ক্লাবটি থেকে নেইমারকে পেতে ২২২মিলিয়ন ইউরো (বাংলা টাকায় ২ হাজার ১০৬ কোটি টাকা প্রায়) খরচ করতে হচ্ছে পিএসজিকে। পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিতে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন নেইমার। সেখানে ব্রাজিলিয়ান তারকার বেতন হবে বার্সার চেয়ে প্রায় দিগুণ। বছরে যা প্রায় ৩০ মিলিয়ন ইউরো। এছাড়া পিএসজিতে সাইনিং ফি হিসেবে ৪৫ মিলিয়ন পাউন্ড পাচ্ছেন ২৫ বছর বয়সি এ তারকা।
এ সপ্তাহ শেষ হওয়ার আগেই বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে ঘরে তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, সম্ভব হলে আগামী শনিবার লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে মাঠে নামাতে পারে ফরাসি জায়ান্ট ক্লাবটি।