সেই দুই ছাত্রলীগ নেতার গা ঢাকা

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তানে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণকারী দুই ছাত্র নেতা সাব্বির হোসেন এবং আশিকুর রহমান গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাদের খোঁজ পাচ্ছে না।

বুধবার বিকেলে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘থানায় মামলা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তারা গ্রেপ্তার হলে অস্ত্র উদ্ধার করা হবে।’

থানা পুলিশ জানায়, রাজধানীর সিদ্দিক বাজারে সাব্বিরের বাসায় ও অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।’

পুলিশ জানায়, একইভাবে আশিকুরকে ধরতে ওয়ারীর র‌্যাংকিং স্ট্রিটের বাসা ও নিজস্ব কার্যালয়ে এবং তার বাবার বিরিয়ানীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ধরার জন্য কাজ করছে।

গত বুধবার গুলিস্তানে হকার উচ্ছেদ করার সময় সাব্বির ও আশিকুর পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করেন। এ ছবি পরদিন গণমাধ্যমে ছাপা হয়। সোমবার এ দু’জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।