আলমগীর হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ – সৈয়দপুর ঃ এসো পাখির বন্ধু হই, সুন্দর এ পৃথিবীকে বাঁচাই এ স্লোগানকে সামনে রেখে “সেতুবন্ধন” সংগঠনের উদ্দ্যোগে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার প্রচেষ্টায় গাছে গাছে কলস লাগানো হয়েছে। ০৭ অক্টোবর রোজ (শুক্রবার) সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে সেতুবন্ধনের পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে দিনভোর গাছেগাছে কলস লাগানো হয়। এসময় “সেতুবন্ধন” সংগঠনের এ কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় মছে হাজী পাড়ার প্রায় অর্ধশতাধিক তরুণ।
স্থানীয় বাসিন্দা আছির উদ্দিন জানান, আগত হামরা নানান জাতের পাখি দেখবার পাইছিনো কিন্তু এলা সেই পাখি গুলান দেখা যায় না।মছে হাজী পাড়ার তরুণ স্বেচ্ছাসেবক জিহাদ-উল-আলম সেতুবন্ধন সংগঠনের এ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বলেন, সেতুবন্ধন সংগঠনের পাখি বাঁচাতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এ কর্মসূচি সত্যিই অনেক প্রশংসা যোগ্য। আর তাই আমরাও সেতুবন্ধন সংগঠনের সাথে একাত্ম ঘোষণা করে প্রকৃতিতে চ লতা সৃষ্টি করা দৃষ্টিনন্দন উপকরণ পাখি রক্ষায় তাদের সাথে আমরাও নিজেদের সাধ্যমতো প্রচেষ্টা চালাচ্ছি।
সেতুবন্ধন সংগঠনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন জানান, আমরা কিছু তরুণ উদ্যমী যুবক পাখির আবাসন নিশ্চিতে এবং পাখির বংশবিস্তার বৃদ্ধিতে “সেতুবন্ধন” সংগঠনে একত্রিত হয়ে পুরো সৈয়দপুরব্যাপী পাখির নিরাপদ আবাসন হিসেবে গাছে গাছে কলস লাগানোর প্রচেষ্টা চালিয়েছি। আর তারই ধারাবাহিতায় আজ বাঙ্গালীপুর ইউনিয়নে আমাদের এ কর্মসূচি। তরুণ উদ্যক্তা ও সেতুবন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, আমরা ২০১২ সাল হতে সৈয়দপুরব্যাপী পাখি রক্ষায় এ কর্মসূচি চালাচ্ছি, আমরা অদূর ভবিষ্যতে আমরা পুরো নীলফামারী জেলা জুরে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে এ কর্মসূচি চালিয়ে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন।
সংগঠনটির পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব জনি, উপসাংগঠনিক সম্পাদক তামিল হোসেন। এছাড়াও অন্যান্য সদস্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সাদিকুল ইসলাম, মোক্তাসিন ইসলাম, রবিউল ইসলাম, রহুল আমিন, আব্দুর রশিদ, আবু হানিফা, মহিদুল, রিফাত, নিরব, সাকিব রিয়াজুল, রেহান, মিঠুন প্রমুখ।