নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর আধুনিকায়নে ‘ফোর্সেস গোল ২০৩০’ পরিকল্পনা বহুদূর এগিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশ সেনাবাহিনী হবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্স ২০১৭/১’-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, সরকার দেশের মানুষের কল্যাণের পাশাপাশি আধুনিক এবং দক্ষ সেনাবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম) বলেন, কোর্সটি অষ্টম বর্ষে পা দিয়েছে। যা নিয়ে জাতীয় নীতি নির্ধারণীসহ বিভিন্ন মহলে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে।
পাশাপাশি এই কোর্স সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক জনগণের সম্পর্ক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে।
কমান্ড্যান্ট বলেন, ‘আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো মুক্তিযোদ্ধাদের প্রাণ বিসর্জনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। জ্ঞান, পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এ ছাড়া সামরিক ও বেসামরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
দুই সপ্তাহের এ কোর্সে চারজন সংসদ সদস্য, চারজন সচিব, মেজর জেনারেল ও সমমানের তিনজন সিনিয়র সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, প্রকৌশলী, সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন ফেলো অংশ নেন।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিটে কাজ করা দুজন সিনিয়র সাংবাদিক, সাতজন ব্যবসায়ী ও সিআইপি, একজন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দুজন কূটনৈতিকও ওই কোর্সে অংশ নেন।