সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

শুক্রবার দুপুর ২টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৬৭ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে শূন্য দশমিক ৫৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ২৩ দশমিক ৪৯ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল শূন্য দশমিক ৬৪ টাকা, এনওসিএফপিএস ছিল শুন্য দশমিক ৬৭ টাকা এবং এনএভিপিএস ছিল ২২ দশমিক ৭৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছিল শূন্য দশমিক ০৩ টাকা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।