
ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচের জয় পরাজয়ের উপর নির্ভর করছে দল দুটির সেমিফাইনালে যাওয়া না যাওয়ার বিষয়টি।
কার্ডিফে সোমবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সেমিফাইনালে যেতে পাকিস্তানের প্রয়োজন ২৩৭ রান।
পাকিস্তানের বোলারার রীতিমতো চোখ রাঙিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। বিশেষ করে পেসাররা। পাকিস্তানের চারজন পেসার শ্রীলঙ্কার ১০টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তার মধ্যে জুনায়েদ খান ও হাসান আলী ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।
ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে একাই লড়াই করেছেন নিরোশান ডিকভেলা। মোহাম্মদ আমিরের বলে আউট হওয়ার আগে তিনি করে যান ৭৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৭টি করে রান করেছেন কুশাল মেন্ডিস ও আসেলা গুনারতেœ। ২৬টি রান আসে সুরাঙ্গা লাকমালের ব্যাট থেকে।
‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারত। এই দুই দলের মধ্যে যে দল জিতবে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠবে তারা। প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক ইংল্যান্ডকে।