ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা দেল’রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। ওই ম্যাচে বার্সার আক্রমণভাগের দুই সেনানী লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ একটি করে গোল করেন।
তবে অ্যাটলেটিকোর বিপক্ষে অপর তারকা নেইমার গোল না পেলেও সতীর্থদের মাঠে দারুণভাবে সহায়তা করেছেন। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে হলুদ কার্ডও দেখেন তিনি। আর এই হলুদ কার্ডেই সর্বনাশ ডেকে আনল ব্রাজিলিয়ান এ তারকার।
কোপা দেল’রেতে এটা নেইমারের পঞ্চম হলুদ কার্ড। এর ফলে ক্যাম্প ন্যুতে কোপা দেল’রের ফিরতি লেগে নিষিদ্ধ থাকছেন নেইমার। অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ানফ্রানের সঙ্গে লাফিয়ে উঠে হেড দেওয়ার সময় কনুই দিয়ে আঘাত করেন তিনি। মাঠে অপেশাদার এই আচরণ দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারি ডি বারগস বেনগোতার। এ নিয়ে নেইমার মাঠে রেফারির সঙ্গে তর্ক করলেও কোনো কাজ হয়নি।
বার্সা-অ্যাটলেটিকোর মধ্যকার ওই ম্যাচে পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। এরা হলেন অ্যাটলেটিকোর গাবি ও লুকাস হার্নান্দেজ। এ ছাড়া বার্সার স্যামুয়েল উমতিতি ও জর্দি আলবা।