আন্তর্জাতিক ডেস্ক : টান টান উত্তেজনা। সেরা চলচ্চিত্রের নাম ঘোষণার পালা এবার। সবাই প্রায় ধরেই নিয়েছেন এতোদিন ধরে আলোচিত লা লা ল্যান্ডই জিততে যাচ্ছে অস্কার। ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত ঘোষণায় সেরা চলচ্চিত্র হিসেবে ‘লা লা ল্যান্ড’ এর নামও ঘোষণা করা হলো। কিন্তু হায়! মাত্র কয়েক মিনিটের মাথায় পুরো চিত্রটি উল্টে গেল। জানানো হলো ভুলক্রমে ‘লা লা ল্যান্ডের’ নাম ঘোষণা হয়েছে। এবারের সেরা চলচ্চিত্রের পুরষ্কার পাচ্ছে ‘মুনলাইট’।
বিবিজি জানিয়েছে, শেষ পুরস্কারের নাম ঘোষণার আগে ‘লা লা ল্যান্ড’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে এমা স্টোনের নাম ঘোষনা কর হয়েছিল। এরপরই এসেছিল সেরা চলচ্চিত্রের নাম ঘোষণার পালা। ওয়ারেন বেটির হাতে ভুল করে আগের বিজয়ীর খামটি তুলে দেওয়া হয়েছিল। আর এতেই ঘটে বিভ্রম। খাম খুলে সেরা চলচ্চিত্র হিসেবে লা লা ল্যান্ডের নাম ঘোষণা করা হয়। মুহূর্তের মধ্যেই উচ্ছ্বসিত ‘লা লা ল্যান্ড’ পরিচালক ডেমিয়েন শ্যাজেলসহ কলাকুশলীরা পৌঁছে যান মঞ্চে। হাতে স্বর্ণমূর্তি নিয়ে অস্কার জেতার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছে ‘লা লা ল্যান্ড’ দল। এর মধ্যেই আয়োজকদের একজন এসে লা লা ল্যান্ডের অন্যতম প্রযোজক জর্ডন হরোউইৎজের হাত থেকে পুরস্কারের কার্ডটি চেয়ে নেন। এরপরই বিস্ময়ে থ বনে যান অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং গোটা ‘লা লা ল্যান্ড’ দল। ঘোষণা করা হয়, ভুলবশতঃ সেরা চলচ্চিত্র হিসেবে লা লা ল্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। প্রকৃতপক্ষে ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী হচ্ছে কৃষ্ণাঙ্গ সমকামী তরুণের বেড়ে ওঠার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র‘মুনলাইট’।
ভোট গণনার দায়িত্বে থাকা অ্যাকাউন্টেসি ফার্ম প্রাইস-ওয়াটারহাউস-কুপার এক বিবৃতিতে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থণা করে বলেছে, ‘সেরা চলচ্চিত্রের নাম ঘোষণার সময় যে ভুল হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে মুনলাইট, লা লা ল্যান্ড, ওয়ারেন বেটি ফে ডানাওয়ে এবং অস্কার দর্শকদের কাছে ক্ষমা প্রার্থণা করছি।উপস্থাপককে ভুলবশতঃ ভুল ক্যাটাগরির খাম দেওয়া হয়েছিল এবং এটি বুঝতে পারার পর দ্রুত সংশোধন করা হয়েছে। এই ভুল কী করে হলো তা আমরা তদন্ত করছি এবং এ ঘটনার জন্য গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্কারের ৮৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরণের ভুল ঘটলো। উপস্থাপক জিমি কিমেলও তাই রসিকতা করে বলেছেন, ব্যক্তিগতভাবে আমি এর জন্য স্টিভ হার্ভেকে দায়ী করব। প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভুল করে প্রথম রানারআপের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন হার্ভে।