সে যত দামি নেলপালিশ কেনা হোক না কেন, বেশি দিন টেকে না!” আপনারও কি এক মত। তবে জানিয়ে রাখি এটা ভুল ধারনা আপনাদের! ঘরের একটু-আধটু কাজ করলে নখ থেকে নেলপালিশ উঠবেই, সেটা আলাদা কথা। তবে আর যেকারণে নখ থেকে সময়ের আগেই নেলপালিশ উঠে যায়, সেটা আপনার কিছু ভুলের কারণে। আসুন জেনে নিয় এমনই কিছু টিপস, যা আপনার নখকে রাঙিয়ে রাখবে অনেকদিন
১.প্রথমেই জানিয়ে রাখি নো ওভার নেলপালিশ। মানে পুরনো নেলপালিশের উপরে নতুন নেলপালিশ কখনই নয়। সময়ের অভাবে আমরা অনেক সময় এটা করে থাকি। কিন্তু সবসময় নখ পরিষ্কার করে তবেই নতুন নেলপালিশ পড়ুন। তাতে নেলপালিশ বেশি দিন টেকে।
২. নেলপালিশ পরার আগে নেলপালিশের শিশিকে ভালো করে ঝাঁকিয়ে নিন৷ তাতে নেলপালিশ ভালো করে মিশে যায় এবং নখে পড়লে তার রঙও ভালো হয়৷ টেকেও বেশি দিন৷
৩. রঙিন নেলপালিশ পরার আগে নখে ট্রান্সপারেন্ট নেলপালিশ লাগিয়ে নিন৷ তার উপরে রঙিন নেলপালিশ লাগান৷ তাতে নেলপালিশ বেশি দিন টিকবে৷
৪. নখে এক কোট নেলপালিশ লাগালে তা বেসি দিন টেকে না। তাই দুই থেকে তিন কোট নেলপালিশ লাগান। কিন্তু একটি কোট না শুকাতেই অন্য কোট দেবেন না৷ তাতে নেলপালিশ ঘেঁটে যাবে। এক কোট শুকিয়ে গেলে তার উপরে আরেকটি কোট লাগান৷ এতে নেলপালেশ দীর্ঘস্থায়ী হবে।