আলমগীর হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ইংরেজী ১ম পত্র পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর কলেজ কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। অসুদোপায় অবলম্বনের দায়ে নির্বাহী ম্যাজিস্টেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মূসা জঙ্গী ওই তিন পরীক্ষার্থীকে বহিস্কার করে।
পরীক্ষার্থীরা হলেন, আব্দুল মালেক, মোছা. নাহার সুলতানা ও দুলাল হোসেন শাহ।