সৈয়দপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু বাবার দাবি হত্যা

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুরে হাসনা বেগম (৩০)নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিরার সন্ধায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের তোফায়েলের মোড় গ্রামে এ ঘটনা ঘটলেও বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রয়েই গেছে রহস্য!
এলাকাবাসী জানান, আমাদের (তোফায়েলের মোড়ের)এলাকার ফল ব্যবসায়ী রাশিদুল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী হাসনা বেগম গত ক’দিন ধরে সংসারের কাজ-কর্ম নিয়ে স্বামীর পরিবারের লোকেদের সাথে ঝগড়া-বিবাদ চচ্ছিল। রবিবার সকালে সেই ঝগড়ার সুত্র ধরেই হাসনাকে বেদম প্রহার করেন স্বামী রাশিদুল। পরে দুপুরে রাশিদুলের বোন সেলিনা বাসায় এসে হাসনার সাথে আবারও ঝগড়া শুরু করলে বিকেলে আবারও হাসনাকে বেদম প্রহার করেন স্বামীর পরিবারের লোকজন। এ পর্যায়ে গৃহবধু হাসনার অবস্হা বেগতিক দেখে তার স্বামীর পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎষক  আরিফুল ইসলাম হাসনাকে  মৃত ঘোষণা করলে তার সাথে আসা সবাই তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়।
হাসনার বাবার বাড়িতে রবিবার রাতে গেলে বাবা আঃ হামিদ জানান, আমার মেয়ে যে মারা গেছে এখন পর্যন্ত আমার জামাই বা তার পরিবারের লোকেরা আমার পরিবার ও আমাকে কিছু জানায় নাই।আমার মেয়েকে তারা পরিকল্পিত ভাবে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে।তার শশুরবাড়ির লোকেরা তাকে বেশকিছুদিন ধরে অমানুষিক নির্যাতন চালাচ্ছিলেন বলেও মেয়ে হাসনা জানিয়েছিলেন বলেই তার বাবার দাবি।
এদিকে নিহত গৃহবধু হাসনার স্বামী রাশিদুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশিদের কাছে তারা কোথায় গেছে জানতে চাইলে তারা জানান,গৃহবধু হাসনার মৃত্যুর পর হঠাৎ আমরা দেখি রাশিদুলের বাড়ি একেবারই ফাকা।তারা আরো জানান,উক্ত এলাকার কিছু প্রভাবশালীমহল বিষয়টি কিছুই হবেনা জানিয়ে মোটা অংকের বিনিময়ে আপোষ-মিমাংসার পায়তারা করছেন বলেই আপাতত তারা একটু সরে আছেন।