সৈয়দপুরে চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৬

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে পুলিশ বুধবার (২৩ আগষ্ট) দুপুরে প্লাজা মার্কেটের ’রেড চিলি’ ও ’বার্গার কিং’ নামে দুটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্কুল ও কলেজ পড়–য়া ৬ জন ছাত্রী ও তাদের প্রেমিকদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুরের রামনগর শহীদুল ইসলামের ছেরে গোলাম মোস্তফা (২৮), শহরের নয়াটোলার এলাকার মৃত ইয়াকুবের ছেলে সাজিদ (২৮), ডিমলা নগরপার মোয়াজ্জেম হোসেনের মেয়ে আফিয়া (২৫), কয়া গোলাহাট ডাঙ্গাপাড়ার রোস্তম আলীর মেয়ে দিপা (২২), ওয়াপদা নতুন হাট জাফর উদ্দিনের মেয়ে সাথী আক্তার (২০) এবং কামারপুকুর ধলাগাছ এলাকার আব্দুর রউফের মেয়ে আফসানা মিমি (২২)।
সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজ বাংলা ট্রিবিইনকে এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ওই এসআই নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ৬ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন থেকে সৈয়দপুর প্লাজা মার্কেটের চাইনিজ রেস্টুন্টেগুলোতে মালিকরা ছোট-ছোট কেবিন বানিয়ে এসব স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুবতি ও মহিলাদের মোটা টাকার বিনিময়ে সামান্য খাবার সরবরাহ করে তাদের অবৈধ মেলামেলার সুযোগ দিয়ে আসছিল।