সৈয়দপুরে চিকিৎসকের বাসায় ডাকাতি ঃ সন্দেহভাজন ভাড়াটে আটক

আটক

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারী সৈয়দপুরের বাঙালিপুরে স্বাচিপের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. শাহ মতিয়ার রহমানের বাড়িতে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৫ লাখ টাকা, চারটি অ্যানড্রয়েড মোবাইল সেট, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে চম্পট দিয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ৬/৭ জনের একটি ডাকাত দল ওই ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাত দল দেশিয় অস্ত্র নিয়ে ওই এলাকার ডা. মতিয়ার রহমানের বাসার নিচতলার ভাড়াটিয়া ফুয়াদের বাসায় প্রথমে প্রবেশ করে। তাকে নিয়ে ডাকাত দল উপর তলায় চিকিৎসকের বাসায় যায়। এসময় গলায় হাসুয়া ধরে আলমারির চাবি নেয়।

ডাকাতরা অস্ত্রের মুখে চিকিৎসকের কাছ থেকে চাবি নিয়ে নগদ ৫ লাখ টাকা, চারটি অ্যানড্রয়েড মোবাইল সেট, একটি আইফোন, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায়। ডাকাতরা চিকিৎসকের স্ত্রী মিসেস শামীম আরা (৪৭), কন্যা মেডিকেল কলেজ ছাত্রী রুবাইয়াত রহমান (২২) ও নাতনি নাওয়ার (৯) কে বেঁধে রাখেন এবং মারপিট করেন।

এ ঘটনায় পুলিশ ওই বাসার নিজ তলার ভাড়াটিয়া ফুয়াদকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।