সৈয়দপুরে পোল্ট্রি খামারীদের মানববন্ধন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ দেশী-বিদেশী কোম্পনী কর্তৃক ব্রয়লার-লেয়ার উৎপাদন, খাদ্য ও বাঁচ্চার অতিরিক্ত মুল্য’র প্রতিবাদে আজ ২২ শে মে সোমবার দুপুরে স্মৃতি অ¤øান চত্ত¡রে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পোল্ট্রি ডিলার এসোসিয়েশন সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, খামারী জালাল, আজহারুল প্রমুখ। পরে পোল্ট্রি শিল্প বাঁচাতে দুই দফা দাবী পুরনে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সৈয়দপুর পোল্ট্রি ডিলার এসোসিয়েশন সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, পোল্ট্রি বাঁচ্চার দাম দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। ডিমের দাম ৬ টাকা হলেও বাঁচ্চার দাম ৭৬ টাকায় কিনতে হচ্ছে খামারীদের। খামারী বাঁচাও দেশ বাঁচাও, বাঁচ্চার দাম বৃদ্ধি হ্যাচারী মালিকদের মুরগী পালনের ফলে বিভিন্ন খামার বন্ধের দারপ্রান্তে বলে তিনি জানান।