
মো. জয়নুল আবেদীন, সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা চারটায় ৩নং বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষিদের হলরুমে আট নম্বর বিটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। এতে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শামসুল হক সরকার সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকটির স ালনা করেন বিট কর্মকর্তা সৈয়দপুর থানার পুলিশের উপ-পরিদর্শক সাহিদার রহমান। ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে একজন সাধারণ মানুষ পুলিশের সামনে সত্য কথা বলার সাহস পেয়েছে। তিনি বলেন, ‘বিট পুলিশিংয়ের আওতায় যে উঠান বৈঠক হচ্ছে, তা একটি সামাজিক বিবর্তন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। সবাই আমাদের তথ্য দিন, সহযোগিতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব।