মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে দুই গাঁজাসেবীকে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ডা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা-আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার রহমত আলী (২৮) ও নতুন মুন্সিপাড়ার নেসার আহমেদের ছেলে সাঈদ (৩০)।
এদের মধ্যে রহমত জরিমানা দিয়ে মুক্তি পেলেও সাঈদ জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, সকালে রহমত আলী ও সাইদ শহরের নিচু কলোনীতে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক রায় প্রদান করেন।