সৈয়দ হকের জন্মদিন পালন

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কালজয়ী কবিতার এ পঙ্‌ক্তিমালা বলে দেয় তিনি এখনও আমাদের মাঝেই আছেন।

আজ মঙ্গলবার সৈয়দ হকের ৮২তম জন্মদিন। কুড়িগ্রামবাসী সৈয়দ হকের জন্ম দিনে আর একবার কবিকে স্মরণ করল বিনম্র শ্রদ্ধায়।

সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের পশ্চিম দেয়াল সংলগ্ন ধানখেতের এক পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ফুলে ফুলে ছেয়ে যায়।

কবির জন্মদিনে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় লেখকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে কবির স্মৃতি স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় কবির জীবনী নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকনসহ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক গত ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশাস ত্যাগ করেন। জন্মস্থান কুড়িগ্রামেই কবিকে সমাধিস্থ করা হয়।