সোনাগাজীতে ইউএনও’র হস্তক্ষেপে আবারো বাল্য বিয়ে বন্ধ

সৈয়দ মনির অাহমদ : সোনাগাজী(ফেনী) ।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমানের হস্তক্ষেপে অামিরাবাদ  ইউনিয়নের মোশারফ -মোয়াজ্জেম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীর (১৫)  বাল্য বিবাহ বন্ধ  হয়েছে।

জানা যায় , ২৭ অক্টোবর   বৃহস্পতিবার   অামিরাবাদ ইউনিয়নের অাহম্মদপুর গ্রামের অামু বলি  বাড়ীর নুরুল হকের মেয়ে, মোশারফ -মোয়াজ্জেম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ছাত্রীর(১৫)  বাল্য বিবাহের দিন তারিখ ধার্য্য ছিল।
বিয়ের সম্পুর্ন প্রস্তুতিও ছিল। স্থানীয় সাংবাদিকের মাধ্যমে   খবর পেয়ে দুপুর ১ টায় ইউএনও মিনহাজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল অালম  ও মেম্বার অারু মিয়াকে সাথে নিয়ে ওই ছাত্রীর বাড়ীতে হাজির হন এবং বিবাহ বন্ধের নির্দেশ দেন।
ইএনও’র নির্দেশের পর, ছাত্রীর পিতা -মাতা বিয়ে বন্ধের প্রতিশ্রুতি দেন এবং প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়ার অাশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, স্থানীয় সাংবাদিকের মাধ্যমে খবর জানতে পেয়ে তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে নিয়ে তাদের বাড়ীতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়।
এর অাগে গত মঙ্গলবার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি ও সুজাপুর গ্রামের দুটি বাল্য বিয়ে ইউএনও,র নির্দেশে বন্ধ হয়।