
সোনাগাজী প্রতিনিধি : সৈয়দ মনির অাহমদ।
সোনাগাজী চরমজলিশপুর ইউনিয়নের দশআনি গ্রামের মাওলানা লোকমানের বাড়ী থেকে ১০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১ টায় ওই বাড়ীতে অভিযান চালিয়ে ৬৩৯ পিস শাড়ী উদ্ধার করা হয়, যার অানুমানিক মুল্য ২০ লক্ষ টাকা। জড়িত কাউকে অাটক করা যায়নি।
স্থানীয়রা জানান, ফেনী থেকে বুধবার সকালে ইমা গাড়ী ভর্তি ভারতীয় শাড়ী গুলো জামায়াত নেতা লোকমানের বাড়ীতে প্রবেশ করতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ওই বাড়ীতে অভিযান চালিয়ে শাড়ী গুলো উদ্ধার।
লোকমান ওই গ্রামের ওলি অাহম্মদের ছেলে।